প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৩, ২:৪৬ অপরাহ্ণ
অর্থনীতিতে কৃষিই প্রধান নিয়ামক-বশেমুরকৃবি ভিসি
গতকাল (১২ ডিসেম্বর) পূর্বাহ্নে গুলশানের লেকশোর হোটেলের কনফারেন্স কক্ষে ক্যাব ইন্টারন্যাশনাল (CABI) আয়োজিত ‘বাংলাদেশে ফসলের আক্রমণাত্নক কীটপতঙ্গের বিরুদ্ধে আগাম প্রস্তুতি ও ব্যবস্থাপনা জোরদারকরণ’শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া।
আন্তর্জাতিক সংস্থা CABI আয়োজিত কর্মশালায় দেশের টেকসই কৃষির উন্নয়নে এধরনের সমযোপযোগী কর্মশালার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভিসি মহোদয় বলেন, যেহেতু ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষির অনুভূমিক সম্প্রসারণ বা আবাদী জমি বাড়ানোর সুযোগ আমাদের নেই এবং উল্লম্ব সম্প্রসারণ বা জাত উন্নয়নেরও একটি নির্দিষ্ট সীমা রয়েছে, তাই রোগ-বালাই দমন ব্যবস্থাপনাকে আরও শক্তিশালীকরণের মাধ্যমে ফসলের ক্ষতি কমাতে আমাদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।
দেশের জনসংখ্যার একটি বড় অংশ তাদের খাদ্যের যোগান ও জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল হওয়ার কারণে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিই প্রধান নিয়ামক। এই কর্মশালায় বাংলাদেশে রোগতত্ত্ব, মৎস্যবিজ্ঞান, কীটতত্ত্ব এবং ফরেস্ট্রি সেক্টরের কীটপতঙ্গ ব্যবস্থাপনা কার্যক্রমের উপর গবেষণার ফলাফল উপস্থাপিত হবে যার মাধ্যমে ফসলের রোগ-বালাই ব্যবস্থাপনায় একটি সঠিক রোডম্যাপ তৈরী হবে যা দেশের গবেষণা প্রতিষ্ঠান ও গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীধারীত্বের মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হবে বলে তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য-সংরক্ষণ উইংয়ের পরিচালক জনাব মোঃ আশরাফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বশেমুরকৃবির কীটতত্ত্ব বিভাগের আরও দু'জন প্রফেসর ড. রমিজ উদ্দীন মিয়া ও প্রফেসর ড. রুহুল আমীন কর্মশালায় উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.