সমাজে পিছিয়ে পরা হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ৯৫ ফাউন্ডেশন কাজিপুর। শুক্রবার ২১ এপ্রিল কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন পরিষদ থেকে ৪০ টি পরিবার এ সহায়তা গ্ৰহণ করে।
বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ৯৫ ফাউন্ডেশনের উপদেষ্টা নাছির উদ্দিন যুবায়ের, রোটারি ক্লাব অফ ঢাকা গ্যালাক্সির প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৯৫ এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আঃ মান্নান, ৯৫ ফাউন্ডেশন কাজিপুরের সহ সভাপতি সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম সরোয়ার এ আলম। ৯৫ এসোসিয়েশন কাজিপুরের সাংগঠনিক সম্পাদক মনোয়ার ইসলাম ভোলার তত্ত্বাবধানে এবং ৯৫ এসোসিয়েশন কাজিপুর, রোটারী ক্লাব অব ঢাকা গ্যালাক্সী এবং ডনেট ফর গুটের সার্বিক সহযোগিতায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।