লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী অ্যাড.মোঃ মতিয়ার রহমান।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড.মোঃ মতিয়ার রহমান ছাড়া আর কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। এরই মধ্যে অ্যাড. মোঃ মতিয়ার রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.মোঃ মতিয়ার রহমান।
এ বিষয়ে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান বলেন, চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। তিনিই সেটি জমা দিয়েছেন। আর কেউ কিনেনি ও জমা দেননি। তাই বিধি অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।
উল্লেখ্য যে, অ্যাড. মোঃ মতিয়ার রহমান, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৬/১২/২০১১ হতে ৩০/১২/২০১৬খ্রি. চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট ০৬/০১/২০১৭ হতে ২৫/০৪/২০২২খ্রি. প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৭/০৪/২০২২খ্রি. হতে অদ্যবধি দায়িত্বরত রয়েছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।