প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব-১ এর বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/IMG-20231001-WA0021.jpg)
জনবহুল ও শিল্পঘন গাজীপুরে মাদক চোরাচালান রোধ, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্ন ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন করেছে র্যাব-১।
রোববার (১ অক্টোবর) সকালে নগরীর শিববাড়ি এলাকায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করেন র্যাব-১ এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
তিনি বলেন, সামনে জাতীয় পর্যায়ে বেশ কিছু ইভেন্ট ও দুর্গোৎসবকে সামনে রেখে গাজীপুরবাসির জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে গাজীপুরের হাইওয়ে দিয়ে যেন কোন ধরনের মাদক প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের টহল জোরদার সহ আমরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবো।
তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে জেলার মাওনা চৌরাস্তা ও শিববাড়ি এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। এতে তল্লাশি ছাড়াও গোয়েন্দা নজরদারি থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.