শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:৪২ পূর্বাহ্ন

আইসিটি খাত উন্নয়নে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী যুক্তরাজ্য

কলমের বার্তা নিউজ ডেস্ক :
  • সময় কাল : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে।

যুক্তরাজ্য (ইউকে) বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের আরো উন্নয়ন ও বিকাশে বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে। রাজধানীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বিএএসআইএস)-এর বোর্ডরুমে এর কর্মকর্তাদের সাথে বৈঠককালে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার চ্যাটারটন ডিকসন এ আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা আইসিটি খাতের উন্নয়নে মানব সম্পদ (এইচআর) স্বক্ষমতা বৃদ্ধি এবং বিজনেস-টু-বিজনেস ম্যাচমেকিং সেশন আয়োজন করতে আগ্রহী।’ তিনি এ ব্যাপারে যুক্তরাজ্য ও বাংলাদেশে রোড শো আয়োজনে এবং দু’দেশের আইসিটি খাতের মধ্যে যোগাযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। হাই কমিশনার নিজ দেশের আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশে কাজ করতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরও উৎসাহিত করতে চান।

বিএএসআইএস এর সভাপতি রাসেল টি. আহমেদ তার বক্তব্যদানকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আইসিটিকে বর্ষপণ্য হিসেবে’ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, চলতি বছর এই শিল্পের বার্ষিক ফ্ল্যাগশিপ আয়োজন বিএএসআইএস সফটএক্সপো ২০২২, ঢাকায় অনুষ্ঠিত হবে। সেখানে যুক্তরাজ্য সেমিনার, বি২বি ম্যাচমেকিং সেশন, টেক টক এবং এমন আরো কিছু অনুষ্ঠানে অংশ নিতে ও তাদের পণ্য প্রদর্শন করতে পারে।

ব্রিটিশ হাই কমিশনের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক ভারপ্রাপ্ত প্রধান খালিদ গাফফার, এর বাণিজ্য ও বিনিয়োগ কর্মকর্তা আবির বড়–য়া, বিএএসআইএস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (ফাইন্যান্স) ফাহিম আহমেদ ও এর অন্যান্য পরিচালকগণ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

1
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102