জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে (এনবিআর) আইসিডি কাস্টমস হাউস (কমলাপুর) চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ২২ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে। এনবিআর থেকে পাওয়া তথ্যানুসারে, ছয় মাসে আইসিডিতে রাজস্ব আহরণ হয়েছে ১ হাজার ৯৭৮ কোটি ৮৫ লাখ টাকা। প্রবৃদ্ধি হয়েছে ২২ শতাংশ।
যেখানে ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে আদায় হয়েছিল হাজার ৬২২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে কেবল গত ডিসেম্বরে আইসিডির রাজস্ব আহরণ হয়েছে ৪০২ কোটি ২৮ লাখ টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩৭৬ কোটি টাকা। বেশি আদায় হয়েছে ২৬ কোটি ১৮ লাখ টাকা। আগের অর্থবছরের ডিসেম্বরে আদায় হয়েছিল ৩৪১ কোটি ৭৩ লাখ টাকা। সেই হিসেবে প্রবৃদ্ধি ১৮ শতাংশের বেশি।
এনবিআর সূত্রে জানা গেছে, হাতে নেওয়া কর্মকৌশল বাস্তবায়ন ও বকেয়া আদায় কার্যক্রম জোরদার করার ফাঁকির পরিমাণ কমে গেছে। যে কারণে আইসিডির রাজস্ব আদায় ভালো হচ্ছে। তা ছাড়া সেবার মান বাড়ানোর ফলে ব্যবসায়ীরা এই কাস্টমস হাউস ব্যবহারে আগ্রহী হচ্ছে। ২০২১-২২ অর্থবছরে আইসিডি কাস্টমস হাউসের (কমলাপুর) লক্ষ্যমাত্রা ৪ হাজার ২২৮ কোটি টাকা। যেখানে চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা।