আউটসোর্সিংয়ের নামে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবীতে লালমনিরহাট রেল বিভাগের অধীনস্ত অস্থায়ী রেলওয়ে কর্মচারীরা (টিএলআর) স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে।
বুধবার (১৫ জুন) দুপুরে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় অত্র বিভাগের অধীনস্ত অস্থায়ী রেলওয়ে কর্মচারীরা (টিএলআর) ৫ দফা দাবী তুলে ধরে বলেন।
আউটসোর্সিংয়ের নামে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে। রেলওয়ের বিধান মতে তিন বছরের উপর চাকুরীর বসয় হলে তা জাতীয়করণ করতে হবে। অস্থায়ী কর্মচারীদের তিনটি উৎসব ভাতা প্রদান করতে হবে। নিয়োগ বিধি ২০২২ সংশোধন না করেই দুইটি পদে নিয়োগ বন্ধ করতে হবে। কথায় কথায় চাকরিচ্যুত করা যাবে না।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজারকে অস্থায়ী কর্মচারীরা স্মারকলিপি প্রদান করেন।
ওই সময় আন্দোলন ও মানববন্ধনে সমর্থন দিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, রেলওয়ে শ্রমিকলীগ লালমনিরহাট শাখার সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান ও আরো অনেকে। এ সময় শতাধিক রেল শ্রমিক টিএলআর উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।