করোনা মহামারীতে যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল সেই সময় বিভিন্ন শিল্পীদের সংস্কৃতি চর্চার ধারাকে অব্যাহত রাখতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে “লক ডাউনে ঘর বন্দী জীবনে, মেতে উঠুন সুপ্ত প্রতিভা বিকাশে” এই স্লোগানকে সামনে রেখে এটিএন এমসিএল ও এটিএন বাংলা এবং স্টুডিও হৃদম যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিন এশিয়ার দেশগুলোকে নিয়ে একক নৃত্য প্রতিযোগীতা ”সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন-২০২০” এবং দুই বাংলার যৌথ অংশগ্রহণে ”আগামীর তারকা-২০২০” (অভিনয় ও সংগীত) প্রতিযোগীতা।

আর সেই প্রতিযোগীতায় বিশেষ পুরস্কার পেলেন বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী কেয়া বাঙালী। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টা সময় অনুষ্ঠানে বিজয়ীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এটিএন এমসিএল ও এটিএন বাংলা একটি আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এসময় তিনি বিজয়ীদর মধ্যে ট্রফি তুলে দিলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর এটিএন বাংলার নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয় এবং এটিএন বাংলায় প্রচার করা হয়। বিশেষ পুরস্কার প্রাপ্ত সংগীত শিল্পী কেয়া বাঙালীর অনুভূতির কথা
জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত প্রতিযোগীতায় আমি প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় হতে
না পারলেও আমি অনেক খুশি। আমাকে আগামীর তারাকায় বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। এই জন্য এটিএন গ্রুপের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্যার,সাজেদুর রহমান মনিম স্যার এবং হাসান শরিফ স্যারকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে এটিএন বাংলা, এটিএন এমসিএলকেও ধন্যবাদ জানান, ওই সংগীত শিল্পী।