ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কম্পিউটার দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী অর্থবছরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন কার্যক্রম শুরু হবে।
গতকাল শনিবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন পলক । প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতি বছর প্রতিটি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে কমপক্ষে ১ হাজার তরুণের কর্মসংস্থান হবে আইটি খাতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। বক্তব্য দেন, সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেখ কামাল আইটি ট্রেনিং
অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক আতিকুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন ঠাকুরগাঁওয়ের সালন্দর শিংপাড়াতেও ‘শেখ কামাল
আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জুনাইদ আহমেদ পলক। সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম প্রমুখ।
উল্লেখ্য, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের ১৩টি জেলায় স্থাপন করা হচ্ছে ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।