সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঁচান গ্রামে পাঁচটি পরিবারের পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে পরিবারগুলোর মালামাল পুড়ে ৬/৭ লাখ টাকা ক্ষতি হয়েছে।বসতঘর পুড়ে যাওয়া এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। গত বুধবার রাতে আগুনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের ভাষ্য,পাঁচান গ্রামের একটি বসতঘরের বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে এলাহি প্রাং,আমজাদ হোসেন, আরমান হোসেন, কোমেদ আলী,সাজেদুল ইসলামের বসতঘর পুড়ে যায়।
আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতিবেশীদের দেওয়া কাপড়চোপড় পরে আছেন।
ক্ষতিগ্রস্ত সাজেদুল বলেন,ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক পোশাকে আছি। মানুষের দেওয়া কাপড়চোপড় পরে আছি।
বিষয়টি নিশ্চিত করেছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।