লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কৃষকের বীজতলায় রাতের আঁধারে জোর পুর্বক ঘর নির্মানের অভিযোগ উঠেছে জমি দখলবাজ চক্রের বিরুদ্ধে।
শনিবার(২৩ জুলাই) বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক মিজানুর রহমান।
কৃষক মিজানুর রহমান উপজেলার পলাশী ইউনিয়নের ম্যালম্যালীর বাজার এলাকার আব্দুল হালিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক মিজানুর রহমান দীর্ঘ ২৯ বছর পুর্বে তার বাড়ি সংলগ্ন ৭৮ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছেন। সেই জমি নিজের দাবি করে জবর দখলের চেষ্টা করছেন একই এলাকার মহিষাশ্বহর গ্রামের মৃত নুরুল হকের ছেলে ভুমিদস্যু মাহতাব আলী। যা নিয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত কাগজপত্র পর্যালোচনা করে গত ৩০ জুন মিজানুর রহমানের পক্ষে রায় প্রদান করেন। রায়ের কপিতে বিবাদি মাহতাবকে উক্ত জমিতে না যেতে নির্দেশ প্রদান করেন আদালত।
আদালতের নির্দেশ অমান্য করে ১২ জুলাই ভোর রাতে এক থেকে দেড়শত লোকসহ লাঠি শোটা নিয়ে ওই জমিতে থাকা আমন বীজতলার উপর একটি টিনের ঘর উঠান মাহতাব আলী। ঘুম থেকে উঠে বীজতলায় ঘর উঠাতে দেখে প্রতিবাদ করায় কৃষক মিজানুর রহমানের বাড়িতে হামলা ও লুটপাট করে দখলবাজরা।
নিরুপায় মিজানুর রহমান পুলিশে সহায়তা কামনা করে থানায় ফোন করেন। কিন্তু পুলিশ আসার আগেই দখলবাজরা ঘর উঠায়ে মিজানুরকে হত্যার হুমকী দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ ঘটনার আপোষের চেষ্টা করলে দকলবাজরা থানার বৈঠকে উপস্থিত হননি। অবশেষে মাহতাবকে প্রধান করে ৪জনের নামসহ অজ্ঞাত এক/দেড়শত জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক মিজানুর রহমান।
কৃষক মিজানুর রহমান বলেন, প্রায় দুই বিঘা জমির আমন বীজতলা নষ্ট করে ভোর রাতে দলবল নিয়ে এসে ঘর উঠায়। তারা প্রভাবশালী হওয়ায় থানায় অভিযোগ দেয়ায় আবারও মারতে এসেছে। ভয়ে বাড়ির বাহিরে যেতে পারছি না। ন্যায় বিচার দাবি করেন তিনি।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ওই দিন খবর পেয়ে অফিসার পাঠালে প্রতিপক্ষরা পালিয়ে যায়। অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।