আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতা লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্বরে ক্রয় অভিযানের উদ্বোধন করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নূর-ই-আলম সিদ্দিকী।
এসময় নূর-ই-আলম সিদ্দিকী বলেন, সংগ্রহ অভিযানে কোন রকম দুর্নীতি কিংবা অনিয়ম মেনে নেয়া হবে না। এ কারনে কৃষকদের ধান ও মিলারদের চাল সঠিকভাবে ক্রয়ের তাগিদ দেন তিনি। সেই সাথে ক্রয় অভিযানের সফলতাও কামনা করেন তিনি। এসময় ফাতেমা চালকল মিল মালিক বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাকিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসনা আখতার, ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা প্রীতি লতা সেন, প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন, সাধারন সম্পাদক সুলতান হোসেন, চালকল মালিক সমিতির সম্পাদক তমিজ উদ্দিন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা খাদ্য অফিস জানান, এবছর অভ্যন্তরীণ বোরো মৌসুমে ৩২ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ১ হাজার ৮৩ মেঃটন ধান, ৪৫ টাকা কেজি দরে ২ হাজার ৪৯৬ মেঃটন চাল ও ৩৪ টাকা কেজি দরে ২৪ মেঃটন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।