লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে নৌকায় পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার ও দীর্ঘদিন পলাতক থাকা ০২ জন আসামিকে আটক করেছেন।
রবিবার (২০ আগস্ট) দিবাগত রাতে লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস,আই, আবু বক্কর সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স সহ আদিতমারী উপজেলাধীন মহিষখোচা ইউনিয়নের চর গোবর্দ্ধন এলাকায় নৌকা দিয়ে বিশেষ অভিযান পরিচালনা কালে দীর্ঘদিন পলাতক থাকা আসামি রিপন মিয়া (২৮), ও এরশাদ (৩৮) কে আটক করেছেন এবং অভিযান চলাকালে নৌকায় পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছেন পুলিশ।
আটক আসামি রিপন মিয়া (২৮) সদর উপজেলার কালমাটি গ্রামের সাদেকুল ইসলাম এর ছেলে অপর আসামি এরশাদ (৩৮) আদিতমারী উপজেলার চর গোবর্ন্ধন এলাকার আব্দুল জব্বার এর ছেলে।
এ সংক্রান্তে পলাতক আসামিদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং ১৪ ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিঃ আইনের ৩৬ (১) সারণীর ১৩ (গ) রুজু হয়। পরিত্যক্ত ৯০ বোতল ফেনসিডিলের পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পরিত্যক্ত ফেনসিডিলের আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।