আশরাফুল হক, লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই/ মতিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে
আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউপিস্থ বড় কমলাবাড়ী গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৫) কে ১১ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করেছেন।
আটক আসামি হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৫) আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে।
পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-১২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দঃ ৩৬ (১) টেবিলের ১০ (ক) রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এ বিশেষ অভিযান চলমান থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।