সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নে আবাদি জমি থেকে দিন মজুর বাবলু প্রামানিক (৫৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত বাবলু প্রামানিক (৫৫) পোতাজিয়া নতুন পাড়া গ্রামের মৃত মনি তালুকদারের মেয়ের জামাই এবং তিনি দীর্ঘদিন যাবৎ শশুড়বাড়ী এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত বাবলু গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ ভোরে জমিতে কাজ করতে যাওয়ার সময় একজন কৃষক মরদেহটি দেখে এলাকাবাসীকে জানালে পরিবারের লোকজন এসে শনাক্ত করে। এ সময় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি(তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারন ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।'
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।