কামরুল হাসান রুবেল,কোম্পানীগঞ্জ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নে অবস্থিত আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এসোসিয়েশনের প্রভাসী ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।
সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান(USA)সাধারণ সম্পাদক মোরসালীন হোসাইন শামীম(USA) সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক(USA)প্রভাসী।
আবুমাঝির হাট প্রাক্তন ছাত্র এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজ সেবা মুলক নানাবিধ কর্মকাণ্ডে উল্লেখ্য যোগ্য ভূমিকা পালন করেছে যা ইতি মধ্যে সর্ব মহলে প্রশংসিত হয়েছে।
সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম হারুন জানান, তাদের এই কার্যক্রম আরো প্রসারিত করার লক্ষে প্রবাসে অবস্থানরত প্রতিষ্ঠানটির সাবেক ছাত্রদের নিয়ে একটি প্রবাসী ইউনিট গঠন করা হয়েছে যা জনকল্যাণমুখী এবং দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য সহযোগীতায় সহায়ক ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন।
প্রবাসী ইউনিটের নব-গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোরসালীন হোসাইন শামীমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংগঠনটির পাশে থেকে অতীতের মত ভবিষ্যতে ও অসহায় নিপীড়িত মানুষের সেবা এবং সহযোগিতা করার আশ্বাস দেন এবং সংগঠনটির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এবং সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন।