Logo
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৪, ২০২২, ৪:২৫ অপরাহ্ণ

আমতলীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে চুনাখালি সংলগ্ন বাস ও মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে উপজেলার চুনাখালী কালভার্ট সংলগ্ন বরিশালগামী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। বুধবার(২৪ আগস্ট) সকাল আটটার দিকে আমতলীর চুনাখালী কালভার্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া বাসটি যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে আমতলী চুনাখালী কালভার্ট সংলগ্ন বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং বাসের ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৯ জনকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের পটুয়াখালী ও বরিশালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌসী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।