আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র অভিযোগ করে, হারানোর মোবাইল উদ্ধার করলো পুলিশ ও হাতে তুলে দিলেন আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ।
জানাযায়, তিন মাস আগে আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের মোঃ মুরসালিন ইসলাম নামক এক ব্যক্তি realme -C15 মোবাইলটি দোকান থেকে হারিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন।
মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) দুপুর দু’টার সময় আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ নিজেই হারিয়ে যাওয়ার মোবাইলটি উদ্ধার করে মোঃ মোরসালিন ইসলামের দোকানে এসে তার হাতে মোবাইলটি তুলে দেন।
মুরসালিন বলেন, আমার মোবাইল হারিয়ে যাওয়ার বিষয়টি আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের লিখিত অভিযোগ দিয়েছিলাম , আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ স্যার আমার দোকানে এসে হারানোর মোবাইলটি হাতে তুলে দিয়েছেন।