দিনাজপুরে পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তাফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমবাড়ি বাজারে আলাল নামক এক ব্যক্তি অনেক দিন থেকেই খাস জায়গায় দোকান করে আসছিল,ধীরে ধীরে সুযোগে সৎ ব্যবহার করে এখন ফাউন্ডেশন বিশিষ্ট করে দুতোলা ঘর করে থাকবে বলে তৈরি করছেন ।
এব্যাপারে আলাল বলেন, আমার দখলে থাকা খাসজমি আমি দোকান করে আসছি ও প্রয়োজন হচ্ছে তাই দুইতোলায় ঘর তৈরি করছি।
এব্যাপারে আমবাড়ী বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ লিটন চৌধুরী বলেনঃ সরকারি খাস জায়গায় দোকান করে আলাল এটা জানি কিন্তু দুতোলা ঘর তৈরি করছেন এটা জানি না।
আমবাড়ী ভূমি অফিস কর্মকর্তা মোঃ মানিক বলেনঃ আমি একবার দোকান মালিকে বাধা দিয়ে এসেছি,উধ্যতন কর্মকর্তা সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারি খাস জায়গায় দোকান করে দুই তোলায় রুম তৈরি করছেন ও উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরজমিনে গিয়ে দেখা যায়, আমবাড়ী বাজারের হোটেল করে আলাল ,তিনি প্রবীন আওয়ামী লীগের পরিবারের সদস্য বলে সরকারি খাস জায়গায় ফাউন্ডেশন বিশিষ্ট দুতোলা ঘর তৈরি করছেন।
এদিকে শিক্ষিত সমাজের একাধিক ব্যক্তিরা ও ইউপি সদস্যরা বলেনঃ
সরকারি ইন্জিনিয়ার দ্বারা অনুমোদন ম্যাম না নিয়ে কিভাবে তৈরি করছেন এটা ঘর যে কোন সময় বিল্ডিং ভেঙ্গে যেতে পারে ।