এই পৃথিবীতে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ট,
ইসলাম আমার ধর্ম ,
যে ইসলাম আমার কাছে সর্ব শ্রেষ্ট,
ইসলাম এমনি একটি ধর্ম যে ধর্মের মানুষের প্রতি আছে,
সর্ব শ্রেষ্ট আল কোরআন,
যে ধর্মে আছে সঠিক ও সুন্দর জীবন গড়ার এক অসাধারণ,
দিকনির্দেশনা যে ধর্ম হিংসা,
অহংকার, গৌরব,
গ্রহন করেনা।
ইসলাম, মানুষের কল্যাণে যা কিছু প্রয়োজন সব কিছুই সমর্থণ করে,
আমার জীবন সর্ব শ্রেষ্ট,
কারন আমি সর্বশ্রেষ্ট মহামানব হজরত মুহাম্মদ (সঃ) এর উম্মত রুপে জীবন পেয়েছি।
আমি এমন এক ইসলাম ধর্মের অনুসারী,
যে ইসলাম অন্যায় ভাবে কাহকে জুলুমকরা,
কারো হক মেরে দেয়া,
বিনা কারনে কাহকে আঘাত করা,মানুষের সম্পদ লুন্ঠন করা,
আমানতের খেয়ানত করা,
এসব সমর্থণ বা আমার ধর্মের কাছে গ্রহনযোগ্য নয়।
এক অসাধারণ মানবিক মানবতার নাম হলো ইসলাম,
মানব জীবনে চাওয়া পাওয়া এবং
অধিকার সঠিক নির্নয় করে দিতে পারে একমাত্র ইসলাম,
সর্বপরি কখনো কোনও অপরাধ ইসলাম ধর্ম গ্রহন করেনা।
মানুষের কল্যাণময় জীবন ধারার এক অসাধারণ সংবিধান আছে আমার ধর্মে ।
লেখকঃ সাংবাদিক কামাল