গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপিঠের উদ্যোগে আজ বিকালে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক মোঃ নুরুল আলম এর সভাপতিত্বে এই শুভ কাজের উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাসুদার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নুর ইসলাম প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, গাইবান্ধা জেলা প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রাহুল ইসলাম রুবেল,বিদ্যাপিঠের শিক্ষক মণ্ডলী প্রমুখ।