আমার রঙিন স্বপ্ন হয়েছে ধুসরবালি
আমার কষ্টে ওরা দেয় যে তালি
আমার বুক ভাঙা কষ্ট আমি লুকাই
ব্যথা কতটুকু কি করে তাহা বুঝাই!
দিন আসে রাত আসে
চাঁদ- তারা উঠে ঐ আকাশে
আমি হতভাগা অগুন্তুক
সারা রাত জাগি হয়ে চাতক!
বিশ্বাস করি একদিন ফুটবে সূর্যের হাসি
মানবে মানবে রবে না রেশারেষি
গাইবে সবাই সাম্যের গান
মিলিয়ে যাবে ভবে
বৌদ্ধ- খ্রিস্টান- হিন্দু- আর মুসলমানের ব্যবধান।
লেখক: রাজিব এক্কা রাজ
তাড়াশ-সিরাজগঞ্জ