পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবু তাদেরের পক্ষ থেকে চরহাজারী ইউনিয়নের হতদরিদ্র ও অসহায় পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে৷
মঙ্গলবার বিকেল ৫ টায় প্রবাসী আবু তাহেরের বাসভবন তাহের ম্যনশনে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন উদ্ভোদন করেন চরহাজারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এ জেড এম মহি উদ্দিন সোহাগ৷ এতে আরো উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম শিপন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, মোঃ আবু তাহের অত্র অঞ্চলের গরিব ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতায় নিরলস ভাবে কাজ করে চলেছেন৷ করোনা মহামারি সহ সকল প্রাকৃতিক দূর্যোগে এই অঞ্চলের মানুষের সহযোগিতায় পাশে ছিলেন এই প্রবাসী এবং ভবিষ্যতে ও সকল বিপদে আপদে তার এই সাহায্য সহযোগিতা চলমান থাকবে বলে আশ্বাস প্রদান করেন আমেরিকান প্রবাসী মোঃ আবু তাহের৷
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।