আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২০২৪/২০২৫ খেলা আজ শুক্রবার বিকেল ৩ টার সময় গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়ী জরুন খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
জরুন ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে ফাইনাল খেলায় যে দুটি যে দুইটি দল অংশ গ্রহণ করবে ইসলাম গার্মেন্টস ফুটবল একাদশ বনাম মন্ডল গার্মেন্টস ফুটবল একাদশ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী
ছাইয়েদুল আলম (বাবুল)।
কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন রিপন নীটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন খান।
এছাড়াও আরো উপস্থিত থাকবেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মো: রবিউল ইসলাম রবি,সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জরুন ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম খন্দকার (আরিফ) বলেন,আশা করছি আজকে ফাইনাল খেলায় ব্যাপক লোক সমাগম হবে। দর্শক যেন নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারে সে জন্য সকল প্রস্ততি সম্পূর্ণ করা হয়েছে। উক্ত খেলায় সার্বিকভাবে সহযোগিতা করার জন্য এলাকাবাসীসহ দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।