আল-কোরআন ফাউন্ডেশন এর একযুগ পূর্তিতে বিনামূল্যে রক্তের নির্ণয়,সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা ও বড় দোয়ার আয়োজন করা হয়।
বড়চালা (মায়ের মাদরাসা) তারতীবুল উম্মাহ(মহিলা) ক্বওমী মাদরাসার দাতা আলহাজ্ব আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জনাব আফসার উদ্দিন খাঁন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক মোঃসাইফুল ইসলাম ইমরান,বিশেষ অতিথি ২ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জনাব ইব্রাহীম সরকার,১ং ওয়ার্ড মেম্বার জনাব রফিকুল ইসলাম (ইসমাঈল),১,২,৩ এর মহিলা মেম্বার প্রার্থী জনাবা মুবাশেরা আক্তার রুমি,১ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জনাব মোন্তাজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা সদস্য কবি সাংবাদিক সফিউল্লাহ আনসারী, কবি আবুল বাশার শেখ,সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম রাসেল,মোহাম্মদ উল্লাহ আলমগীর,জাহান আশরাফ,হাফেজ মনজুর মাহমুদ, মুখপাত্র আব্দুল্লাহ আনছারী আকরাম, সদস্য সাখাওয়াত হোসেন সুমন,রেজাউল খাঁন শামীম, মাহিন মাহবুব,নাঈম পাঠান,নাঈম হাসান,নকিব,সালমান, আবরার নাঈম,রাকিব, রাফি হাসান, তামান্না সুলতানা, রুহামা প্রমুখ।
অনুষ্ঠানে ৬ শতাধিক সাধারণ ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ও ১১ জন সদস্য, ৪ জন উপদেষ্টা সহ ভালুকা প্রেসকাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিব জিহাদী ও রেজাউল খাঁন শামীমের পরিচালনায় মাওলানা আশরাফুল আলম হাবিবীর আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়।