আশুলিয়ায় জাতীয় শ্রমিক লীগের মে দিবসের প্রস্তুতি সভা
আশুলিয়া প্রতিনিধিঃ ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের নতুন কমিটির পরিচিতি ও ১লা মে আন্তর্জান্তিক শ্রমিক দিবস সফল করার লক্ষ্যে আলোচনা সভা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধায় ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হিরু মিয়ার আয়োজনে আশুলিয়ার মুজারমিল ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের অফিসে এ আলোচনা সভা হয়।
এ আলোচনা বক্তব্য রাখেন ঢাকা জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম বেপারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরু মিয়া।
এছাড়াও উপস্তিত ছিলেন, সমাজ কল্যান সম্পাদক মোঃ লুৎফর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজন হোসেন রাজ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোশাররফ বেপারি, অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।