আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস এককভাবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় যে, এ পদে অন্য আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি।
জেলা পরিষদের সাধারণ আসনে ৯ ওয়ার্ডে ৫২ জন এবং সংরক্ষিত নারী আসনে ৩ ওয়ার্ডে ২০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মোট ভোটার ১১৯১ জন। আগামী ২৫ সেপ্টেম্বর যাচাই বাচাই করা হবে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মনোনয়ন পত্র জমা দানের শেষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেন ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।