লেখক: স্বপন মাহবুব
তোমায় নিয়ে এখন আমি আর স্বপ্ন দেখিনা
তোমায় নিয়ে এখন আমি কোনো গল্প লেখিনা,
আড়াল থেকে বলছি আমি, তুমি বোঝোনা
সত্যি বলছি তোমায় আমি আর ভালোবাসিনা I
এখন আমার সঙ্গী আকাশ রাতের লক্ষ তারা
মেঘ সঙ্গী করে ভালো, আছি তোমায় ছাড়া ,
তোমায় নিয়ে মিছে মিচি আর কাব্য লেখিনা
তোমার জন্য এখন আমি আর রাত জাগিনা l
এখন আমার সঙ্গী আধার, রাতের জোস্না
তাদের নিয়ে আছি ভালোই ,কিছু লাগেনা ,
তোমায় নিয়ে মিছে মিচি আর কবিতা লিখিনা
সত্যি বলছি তোমায় আমি আর ভালোবাসিনা l