গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাবলিগ জামাত বাংলাদেশ শূরায়ী নেজামের জুবায়ের পন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে জানানের হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮-এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারের প্রদত্ত ক্ষমতা বলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশেপাশে তিন কিলোমিটার এলাকায় জারি করা ১৪৪ ধারা আদেশ ২ জানুয়ারি প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা গতকাল বিকেল ৫টা থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে বিশ্ব ইজতেমা ময়দান দখল করাকে কেন্দ্র করে মাওলানা জোবায়ের পন্থী এবং মাওলানা সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হন। এ ঘটনার পর প্রশাসন ইজতেমা ময়দান ও এর আশেপাশের ৩ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।