• সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু কুড়িগ্রামে প্রকাশ্য দিবালোকে প্রবাসীর বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর করে লুটপাট-ভাঙচুর ভাঙ্গুড়ায় মসজিদের উন্নয়নকল্পের টাকা নিয়ে সংঘর্ষে আহত-১ জুয়া খেলা ও নির্যাতন বন্ধে থানায় অভিযোগ করায় স্ত্রীকে ডিভোর্স, তিন দিন ধরে অনশন জয়পুরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাই – ড. জান্নাত আরা তালুকদার হেনরী কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সিরাজগঞ্জে বিএনপির  সমাবেশ অনুষ্ঠিত  শাহজাদপুরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মিরু লালমনিরহাটে নিহত সাংবাদিক ইউনুছ আলীর পরিবারের পাশে মন্ত্রী লালমনিরহাট প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন! দিনাজপুর-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কাজি গফুরের সংবাদ সম্মেলন গোমস্তাপুরে মাতৃপুষ্টি বিষয়ক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহ থেকে অপহরণ কিশোরী গাজীপুর থেকে উদ্ধার  সিরাজগঞ্জে বৃষ্টিতে বিকেলে নৌকার পক্ষে  শেহেরিন সেলিম রিপনেরর প্রচরনা ও গণসংযোগ সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত লালমনিরহাটে বাংলাদেশ ইসলামি আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত! সিরাজগঞ্জের যমুনা নদীতে অভিযান চালিয়ে   অবৈধ চায়না কারেন্ট জাল উদ্ধার এবং  আগুনে পুড়ে ধ্বংস 

ইজিবাইক ও ভটভটি আসছে রেজিস্ট্রেশনের আওতায়

কলমের বার্তা / ৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানী ঢাকাসহ সারা দেশে চলাচলকারী অবৈধ এবং অনিরাপদ ইজিবাইক, নসিমন করিমন ও ভটভটি নামের ছোট যানবাহনগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নীতিমালা সংশোধন করে এসব ছোট ছোট যানবাহন নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।মঙ্গলবার দুপুরে নুর মোহাম্মদ মজুমদারের সাথে তার দফতরে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা জানান। তবে সারা দেশে কতসংখ্যক অনিরাপদ ইজিবাইকসহ অন্যান্য ছোট ছোট যানবাহন দাপিয়ে চলাচল করছে সেই পরিসংখ্যান পাওয়া যায়নি।

ইজিবাইকসহ অন্যান্য ছোট যানবাহন রেজিস্ট্রেশন দেয়ার পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ইজিবাইক তো আমাদের অভিধানেই নেই। ইজিবাইক হচ্ছে অনিরাপদ একটি যানবাহন। তাহলে এই অনিরাপদ বাহন তো দিব্যি ঢাকাসহ সারা দেশে চলাচল করছে। এটা কিভাবে সম্ভব ? এসব বন্ধে আপনার দফতর থেকে কি অভিযান চলমান রয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা নিয়ে আমাদের মধ্যে ঘন ঘন মিটিং হচ্ছে। আর অভিযান পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের লোকাল রিপ্রেজেনটেটিভসহ যারা আছেন তারা সবাই কিন্তু এটা চলার পক্ষে। তা ছাড়া এতগুলো লোকের বিকল্প কর্মসংস্থান কে দেবে? কর্মসংস্থান না হয় বাদ দিলাম; কিন্তু আমাদের নিত্যদিনের চলাফেরা কী দিয়ে হবে? একসময় গ্রামগঞ্জে কিন্তু রিকশা ছিল, বলা যায় ইজিবাইক এখন রিকশার অলটারনেটিভ হয়ে গেছে।

নীতিমালা সংশোধন করে ইজিবাইককে নিবন্ধনের আওতায় আনা সম্ভব হলে বিপুল পরিমাণ রাজস্ব পাওয়ার সুযোগ রয়েছে কি না জানতে চাইলে নুর মোহাম্মদ মজুমদার বলেন, নীতিমালা হচ্ছে। আমাদের নীতিমালায় বলা হয়েছেÑ এই ইজিবাইককে কাস্টমাইজ করে সেফ যানবাহন বানাতে হবে। এসব যানবাহনের চালক থেকে শুরু করে নানা কারণে এক্সিডেন্ট হচ্ছে। এসব ছোট যানবাহনের কারণে হাইওয়েতে অনেক দুর্ঘটনা ঘটছে এবং অনেক লোক মারা যাচ্ছে। আজকে যেমন ব্যাটারিচালিত রিকশা কিন্তু সেফ নয়, এসব গাড়ি একটু টার্নিং নিতে গেলেই উল্টে যাচ্ছে। আনসেফ গাড়িতে তাহলে কিভাবে অনুমোদন দেবো? এর জন্য আমরা এগুলো গাড়িতে অনুমোদন দিচ্ছি না। এখন আমাদের নীতিমালা সংশোধন হচ্ছে। এগুলো বুয়েট থেকে রি-সেফ করে তারপর অনুমোদন দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। কবে নাগাদ নীতিমালা চূড়ান্ত হতে পারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নীতিমালা প্রায় চূড়ান্ত। গত ১০ ফেব্রুয়ারি সর্বশেষ মিটিং হয়েছে। এ নিয়ে মিনিস্ট্রিয়াল একটি বৈঠকের পরই অনুমোদন হয়ে যাওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। নিরাপদ করা প্রসঙ্গে তিনি বলেন, বুয়েট যদি এসব যানবাহনকে নতুন করে সেফ করার ফর্মুলা দিয়ে দেয় তাহলে এর মধ্যে যেগুলো সেফ করা যাবে সেগুলো নতুন করে রেজিস্ট্রেশনের আওতায় এলে তখন আমরা শুধু সেগুলোরই রেজিস্ট্রেশন দেবো। শুধু ইজিবাইক নয়; একই সাথে নসিমন-করিমন, ভটভটিসহ অন্যান্য ছোট ছোট যত যানবাহন আছে সবগুলোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে।

প্রসঙ্গত, আগে গ্রামগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন ইজিবাইক দেদার চলাচল করলেও এখন সেই অনিরাপদ বাহন অহরহ ঢাকার রাস্তা ও দাপিয়ে বেড়াচ্ছে। আর এসব যানবাহনে উঠে প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। এই যানবাহনকে কেন্দ্র করে দেশের প্রতিটি থানায় গড়ে উঠেছে লাইনম্যান নামক শব্দ। যাদের কাজ হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে এসব গাড়ি থেকে মাসিক হারে চাঁদা আদায় করা। পুরান ঢাকার চকবাজার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ অনেক এলাকায় এখন দিব্যি চলাচল করছে ইজিবাইক। কিছু পুলিশসহ স্থানীয়দের মাসিক চাঁদা দিয়ে এগুলো চলে। তবে শর্ত দেয়া আছে কোনোভাবেই ইজিবাইক নিয়ে হাইওয়ে সড়কে প্রবেশ করা যাবে না। এরপরও যে গাড়ি আটক হচ্ছে তার জন্য প্রতি গাড়ির চালক অথবা মালিককে নগদ ১২০০ টাকা পরিশাধ করে ছাড়িয়ে নিতে হচ্ছে। টাকা পরিশোধ না করা পর্যন্ত ওই গাড়িগুলো পাঠানো হয় ডাম্পিং স্টেশনে।

38
Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর