ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেলের এই ইভেন্টে বাংলাদেশের দুটি দল অংশ নেয়, বাংলাদেশ ১ ও ২।
ব্রোঞ্জ পদকের জন্য আলাদা কোনো ম্যাচ হয়নি। চারটি করে দল নিয়ে হওয়া দুই সেমি-ফাইনালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৭ পয়েন্ট পেয়ে পদকটি জেতে নাফিসা ও আলি মোহাম্মদকে নিয়ে গড়া দল বাংলাদেশ ১।