" ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা" এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে জাটকা সপ্তাহ -২০২৪ এর ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে,
বুধবার (৬ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান।
এসময়ে অনুষ্ঠানে, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার এ.কে.এম মফিদুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিও ডাঃ মোঃ হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ ওমর ফারুক, সদর নৌ- থানার এসআই( নিঃ) মোঃ সবুজ হোসেন, বিআরডিবি এর উপ-পরিচালক মোঃ কাওছার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন।
জানা যায় যে, ইলিশ সম্পদ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় সিরাজগঞ্জ জেলা সহ দেশের ২০ টি জেলার ২০ উপজেলায় আগামী ১১ মার্চ হতে ১৭ মার্চ -২০২৪ জাটকা সংরক্ষণ -২০২৪ উদযাপন করা হবে। এসময়ে সড়ক, জলপথ,, হাট-বাজারে মাইকিং ও ব্যানার, ফেষ্টুন, পোষ্টার, লিফলেট ইত্যাদির মাধ্যমে ব্যাপক প্রচারণা ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে। জাটকা সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম সহ নদীতে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
এসময়ে জাটকা ইলিশ মাছ যমুনা নদী সহ হাট-বাজার বিক্রয়, মজুদ ও আহরণ নিষিদ্ধ, পরিবহন নিষিদ্ধ থাকবে। জাটকা ধরা নিষিদ্ধ সময়ে জন্য ভিজিএফ চাউল বরাদ্দ করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।