বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন

‘ইসলামের সঠিক শিক্ষা প্রচারে মডেল মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

কলমের বার্তা নিউজ ডেস্ক :
  • সময় কাল : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ইসলামের সঠিক  শিক্ষা  প্রচার ও প্রসারে মডেল মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পবিত্র কোরআনের নির্দেশনা ও রাসুলুল্লাহ (সা.) এর দেখানো পথে মানুষকে পরিচালনার জন্য মডেল মসজিদ থেকে নিজ নিজ এলাকার মানুষকে দিক নির্দেশনা প্রদান করা হবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে জামালপুরের ইসলামপুর উপজেলা মডেল মসজিদে প্রথম জুমার নামাজের উদ্বোধন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।ফরিদুল হক খান বলেন,  ‘ইসলামের নামে  সন্ত্রাস, জঙ্গিবাদ,  ফিতনা- ফাসাদ সৃষ্টিকারীদের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে মডেল মসজিদ সঠিক দিক নির্দেশনা প্রদান করবে।’ সামাজিক অপরাধ যেমন- মাদকাসক্তি, বাল্যবিবাহ, ইভটিজিং, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে মানুষকে সচেতন করতে মডেল মসজিদগুলো কাজ করে যাবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘মডেল মসজিদগুলোতে পুরুষ ও নাল মুসল্লিদের নামাজের ব্যবস্থা রয়েছে।  এসব মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি ইমাম প্রশিক্ষণ, হজ যাত্রীদের প্রশিক্ষণ, হিফজখানা, মক্তব শিক্ষা, পাঠাগারের ব্যবস্থা রয়েছে। উপজেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থাকবে।’তিনি  বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে নির্মিত এসব মডেল মসজিদ ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আলোকিত আদর্শ নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. রুকনোজ্জামান খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আবদুল কাদের শেখ, ইসলামিক ফাউন্ডেশন এর  পরিচালক আনিছুর রহমান সরকার, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. সফিকুর রহমান তালুকদার প্রমুখ।

2
Spread the love

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরোও খবর
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি দণ্ডনীয় অপরাধ
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102