প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল বারী হেলাল
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোনাবাড়ী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর পক্ষ থেকে কোনাবাড়ীসহ সারাদেশের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্টাতা সভাপতি মোঃ আজিজুল বারী হেলাল।
তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার নেতৃত্বে দেশের অর্থনীতি আজ চাঙ্গা হয়েছে। তলাবিহীন ঝুঁড়ি হিসেবে বিশ্বের কাছে পরিচিত বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ বিশ্বের কাছে আজ মডেল ইকোনমিক কান্ট্রি।
তিনি ঈদের শুভেচ্ছায় বলেন, পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে প্রীতিময় সমাজ গঠন সম্ভব। কারণ ঈদুল আজহা ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার শিক্ষা দেয়। আমরা যেন প্রতীকী পশু কোরবানির সঙ্গে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে পারি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.