উত্তরবঙ্গের মৌ-চাষী সমিতি'র ১৬টি জেলার মৌ চাষীদের নিয়ে কার্য নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল প্রধান কার্যালয়ে চাঁন মিয়া'র সভাপতিত্বে ও ওয়েজেদ আলী চৌধুরী'র সঞ্চালনায় ১৬টি জেলার মৌ চাষীদের নিয়ে প্রথমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা শেষে ১৬ টি জেলার মৌ-চাষীদের মতামতের বিনিময়ে কমিটিতে আব্দুল রশিদ মন্ডল'কে সভাপতি, শিশির কুমার শাহ'কে সাধারণ সম্পাদক ও মহিবুর আলমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটি ঘোষণা করে তিন বছর মেয়াদী ২৫ সদস্যে বৈশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।