মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করেই দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ও নব সভাপতি মীর শরীফ মাহমুদ সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২ ইং তারিখ ) বিকালে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিরতি দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের অডিটরিয়াম হলের দ্বিতীয় তলা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।
এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে যাওয়ার পর স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ’র গায়ে ধাক্কা লাগার ঘটনা ঘটে বলে দাবী করেন তার সমর্থকরা। নতুন সভাপতি মীর শরীফ মাহমুদের লোকজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে অভিযোগ তুলে এমপির সমর্থকরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে এমপি শুভর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে নতুন সভাপতি মীর শরীফ মাহমুদের ভাতিজা জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক ও বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মীর মঈন হোসেন রাজীবের গাড়ি ভাঙ্গচুর করে।
উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি মীর শরীফ মাহমুদ বলেন, এমপির গায়ে কেউ ধাক্কা দেয়নি। হয়তো লোকজন বেশি থাকায় ঠেলাঠেলি হয়েছে। এতে এমপির লোকজন ক্ষিপ্ত হয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়। আমার চার নেতাকর্মী আহত হয়েছেন।’ তবে আহতদের নাম ও শারীরিক অবস্থার কথা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তিনি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, ‘সংঘর্ষ হয়নি, ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’