প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ
উপজেলা চেয়ারম্যানের বাসায় ককটেল বিস্ফোরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন সিকদারের সফিপুরের বাসায় ককটেল বিস্ফোরণ হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মো.কামাল উদ্দিন সিকদার। তিনি বলেন, আজ ভোর ৫ টার দিকে বাসার গেইটে অন্তত চারাটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃত্তরা। নাশকতার উদ্দেশ্য ককটেল মেরে বাসার গেইট ভিতরে বাসার কাঁচের জানালা ভেঙে ফেলেছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল আলম জানান, উপজেলা চেয়ারম্যানের বাসা থেকে ২ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.