মো. আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা : সামনেই অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। আর এই উপজেলা নির্বাচনকে ঘিরে তৃণমূলে উৎসাহ-উদ্দীপনার যেন শেষ নেই। সেই সাথে সম্ভাব্য প্রার্থীরাও জোর প্রচার চালাচ্ছেন। দলীয় প্রতীক ছাড়া এবারের নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা। মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন জেলার সম্ভাব্য প্রার্থীরা।
সোমবার রাতে সদর উপজেলার বিভিন্ন হরিবাসরে পরিদর্শনে গিয়ে নিজের জন্য দোয়া চাইছেন উপজেলা নির্বাচনীরে প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে নেতাকর্মীদের সাথে প্রতিনিয়ত করছেন বিভিন্ন মতবিনিময়।
এদিকে উপজেলা নির্বাচনে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও লড়বেন বলে শুনা যাচ্ছে।
সম্ভাব্য প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাড.অরুনাংশু দত্ত টিটো বলেন,গতবার ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন। আমি প্রতিটি সময় তাদের পাশে থেকেছি। আমার কাছে এসে কোন মানুষ ফিরে যায়নি। এবারো নির্বাচনে আমি প্রার্থী হবো। সকলের কাছে দোয়া চাই। সেই সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।