মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায়। গতকাল রোববার ১২ মে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বলা হয়েছে, শার্শা সীমান্তবর্তী এলাকা হওয়ায় ‘বড় কারণে নানা মহল থেকে নির্বাচনে একটি উপজেলায় সহিংসতার আশংকা করা হচ্ছে। তবে, যারা এ ধরনের অপতৎপরতা সংঘটনের স্বপ্ন দেখছে তা তাদের দিবাস্বপ্ন হয়েই থাকবে। কারণ, প্রশাসন কঠোরভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে বদ্ধপরিকর।
রোববার কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বলা হয়েছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কোনো অপতৎপরতা সহ্য করা হবে না। কোনো দল, মত বা প্রার্থীকে বিশেষ কোনো সুবিধা প্রদান, কেন্দ্র দখল বা সহিংসতা করার সুযোগ দেওয়া হবে না। এসব অপতৎপরতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে জেলা প্রশাসন। যে কোনো অপতৎপরতা শক্ত হাতে রুখে দেয়া হবে বলে সুস্পষ্টভাবে জানানো হয়েছে সভায়। শার্শা উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ -মঙ্গলবার (২১ মে ২৪) প্রতিটি কেন্দ্র ই ভি এমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, বিজিবি ৪৯ এর সহ-অধিনায়ক মেজর ফারদিন, ডিজিএফআইয়ের কর্মকর্তা মেজর রেজওয়ান, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোত্তুর্জা ছোট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সাহা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।