আল-আমিন , উল্লাপাড়া:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দিনের বেলায় উপজেলা কোয়ার্টারে এক মাসে চারবার চুরি হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ক্যাম্পাসের ভেতর উপজেলা প্রশাসনিক ভবনের পিছনে উপজেলা ইঞ্জিনিয়ার এবং উপজেলা রিসোর্স অফিসারের বাসায় । এ ছাড়াও উল্লাপাড়া সহকারী পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে অবস্থিত সানফ্লাওয়ার স্কুল চলাকাকীন সময়ে স্কুল ক্যাম্পাস থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী কে এম সামিউল ইসলামের বাইসাইকেল চুরি হয়ে যায় । এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ আজ বৃহস্পতিবার ভিভিও ফুটেজ সহ অভিযোগ করেছেন ।
উপজেলা ক্যাম্পাসের ভেতর উপজেলা প্রশাসন পরিচালিত সানফ্লাওয়ার স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র কেএম সামিউল ইসলাম জানায় গত ১৬ মে বেলা সাড়ে ৯ টার দিকে স্কুল ক্যাম্পাসের ভেতর তার বাইসাইকেল রেখে সে ক্লাসে যায় । ক্লাস শেষে বেড় হয়ে দেখি তার বাইসাইকেল নেই ।
এ বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আবু সাঈদ জানান গত এক মাস আগে উপজেলা ক্যাম্পাসের ভেতর উপজেলা রিসোর্স সেন্টার অফিসারের বাসার তালা ভেঙ্গে দিনের বেলায় পরপর দুদিন ঘরে ঢুকে প্রায় নগত ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় । গত ২১ মে দিনের বেলা ক্যাম্পাসের ভেতর তার বাসার তালা ভেঙ্গে ঘরে ডুকে নগত ৫ হাজার টাকা চোরেরা নিয়ে যায় ।
এ বিষয়ে আজ তিনি বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় ভিডিও ফুটেজ সহ অভিযোগ দিয়েছেন ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান মৌখিক অভিযোগ ও ভিডিও ফুটেজ পেয়েছি । অতি দ্রুত চোর চক্র আইনের আওতায় আনা হবে ।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান চুরির বিষয়টা শুনেছি । দ্রুত এর ব্যবস্থা নেয়া হবে ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।