আল-আমিন, উল্লাপাড়া :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুনরায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।
রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের জন্য উপজেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ গত ৯ নভেম্বর সম্পন্ন হয়। উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে রুকনদের গোপন ভোটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী আমির নির্বাচিত হয়।
২২ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে নির্বাচিত আমির অধ্যাপক শাহজাহান আলীকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাক্ষ মাওলানা শাহিনুর আলম।
শপথ বাক্য পাঠে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ শহর জামায়াতের আমীর মাওঃ আব্দুল লতিফসহ উপজেলার সকল রুকনগণ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।