সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী প্রতাপ মহিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে।
মোট ৪৯৯ ভোটের মধ্যে ৩৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন, উল্লাপাড়া উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও প্রিজাইডিং অফিসার মোসলেম উদ্দিন।
এতে সাধারণ সদস্য পদে আবু হাসিম সরকার (প্রথম-২৮৫ ভোট),শরিফুল ইসলাম (দ্বিতীয়-২৭৭ ভোট),রেজাউল করিম (তৃতীয়-২৬৫ ভোট ও রফিকুল ইসলাম ( চতুর্থ-২০০ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত বিদ্যালয়ের সাধারণ সদস্য পদে এ নির্বাচনে শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করেন।
এসময় বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানা সোহেল নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি তাদের কাছে প্রত্যাশা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।