সিরাজগঞ্জের উল্লাপাড়ার আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন তুলে ধরে রামকৃষ্ণপুর ইউনিয়নে উঠান বৈঠক করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
বুধবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সুতাহাটি বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণপুর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আলমগীর রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরো,বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মক্কা), রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,সাধারণ সম্পাদক আলতাব হেসেন মন্ডল,আরিফসহ উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ,সলঙ্গা থানা আওয়ামীলীগ,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগ, সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ও বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
এসময় এমপি তানভীর ইমাম আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে আহবান জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।