সোমবার (১০ এপ্রিল) দুপুরে উল্লাপাড়ায় ৪টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু।
অভিযানে ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে রুহি ব্রিকস্,আশা ব্রিকস্,হার্ট ব্রিকস্ ও রানীনগর ব্রিকস নামের ৪ টি ইট ভাটার মালিককে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উচ্চ আদালতের নির্দেশনায় উল্লাপাড়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।