নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়া সলঙ্গার থানাধীন নাইমুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইমুড়ী-রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের উদ্যোগে” এলাকার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের মাধ্যমে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে নাইমুড়ী-রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো: আসাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সংঘের সেক্রেটারী শরীফুল ইসলাম সরকারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন প্রাক্তণ মেম্বর হারুনর রশিদ তালুকদার, আব্দুল মান্নান তালুকদার, আতিকুর রহমান স্বাজন ও বেল্লাল হোসেন প্রমূখ।
ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য প্রদাণ করেন মোছা: সোনিয়া খাতুন ও মো: রাকিব হোসেন। নাইমুড়ী-রুয়াপাড়া গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি এ্যাডভোকেট মো: আসাদ উদ্দিন বলেন, সফল মানুষ হওয়ার মূল মন্ত্র হচ্ছে দৃঢ় সিদ্ধান্ত, আত্মবিশ্বাস ও কঠোর অধ্যবসায়। জীবনে বড় কিছু হওয়ার স্বপ্ন নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে সামনে এগিয়ে যেতে হব। এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং অবহেলিত মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যে নিজেদেরকে তৈরী হতে হবে। সংঘের উদ্যোগে আগামীতে এলাকার শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহ আলম, আশরাফ আলী, সাইফুল ইসলাম মিলন, মুকুল হোসেন, মাহবুবুর রহমান বাবু, সোহেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট এবং মেডেল প্রদাণ করা হয়।