সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ২০২৩-২৪ ইং অর্থ বছরে রবি মৌসুমে উফশি বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় -ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান বীজ ও সার বিতরণ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে উল্লাপাড়া উপজেলা চত্বরে কৃষি প্রণোদনা আওতায় উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩'হাজার ৫'শত কৃষকদের মাঝে জন কৃষককে ৫ কেজি করে ধান বীজ ও ১০ কেজি করে এমওপিও সার ১০ কেজি ডিওপি সার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জ্বল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ওসি মোঃ নজরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ হাফিজুর রহমান হাফিজ, কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন
প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন - উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
এসময়ে অনুষ্ঠানে -উল্লাপাড়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত মোঃ শাহাবুদ্দিন আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন সহ সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।