সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও চার জন।
শনিবার সকালে হাটিকুমরুল-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা এলাকার মোকসেদ আলী শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (৪২)। আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, শনিবার সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে একটি যাত্রীবাহী সিএনজি উল্লাপাড়ার দিকে যাচ্ছিলো। পরে চৌকিদহ ব্রিজের উত্তর পাশে পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান।
এঘটনায় সিএনজিতে থাকা আরো চার যাত্রী আহত হয়েছে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে হেলপার ও চালক পলাতক রয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।