সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকটা শঙ্কায় রয়েছে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা ।
জানা যায়, এ উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪ টি ইউনিয়নে মধ্যে এবারে ১৩ টিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ১ টিতে ৫ বছর পূর্তি না হওয়ায় নির্বাচন হচ্ছে না। ১৩ টি ইউনিয়নের মধ্যে এবারে ১০ টিতেই বর্তমান চেয়ারম্যানরা আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন। বাকি ৩ টি ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে নতুন মুখ রয়েছে।
অন্যদিকে উপজেলার উধুনিয়া ইউনিয়ন ও পুর্নিমাগাঁতী ইউনিয়নে গতবারে আওয়ামীলীগের মনোনয়ন না পাওয়ার কারনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করায় এবারে সে দলীয় মনোনয়ন পায়নি, আর সলঙ্গা ইউনিয়নে যে চেয়ারম্যান ছিলেন তিনি বিএনপির সমর্থকের প্রার্থী হওয়ায় এবারে প্রতিদন্ধী করতে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামীলীগ। তবে যে ১০ টিতে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছে তার মধ্যে কয়েকটি ইউনিয়নে স্বতন্ত প্রার্থীদের ভোটার সমর্থন অধিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়াও যে সকল ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিপরীতে হেভীওয়েট স্বতন্ত্র প্রার্থী রয়েছে তার মধ্যে ইউনিয়নগুলো হলো, পূর্নিমাগাতী, বাঙ্গালা, কয়ড়া, উল্লাপাড়া সদর, বড়পাঙ্গাসী, পঞ্চক্রোশী, মোহনপুর ও উধুনিয়া ইউনিয়ন। তাদের অবস্থান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী থেকে বেশ ভালো রয়েছে। আর এতেই ওই সকল ইউনিয়নে আওয়ামীলীগের মনোয়ন পাওয়া প্রার্থীরা ভরাডুবির আশঙ্কায় রয়েছে বলে ধারনা স্থানীয় ভোটার ও বিশিষ্টজনদের । ওই সকল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সাথে কথা বলে জানা যায়, যে সকল আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রয়েছে তাদের থেকে স্বতন্ত্র প্রার্থীরা জনপ্রিয় এবং তরুন প্রজন্মের মাঝে রয়েছে ব্যাপক সাড়া যার কারনে তারা বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী। তারা আরো বলেন, ইউনিয়নের জনপ্রিয় ব্যক্তিকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী না করায় তৃনমূল নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে বাঙ্গালা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ মুঠোফোনে কলমের বার্তা’কে বলেন, স্থানীয় ভোটারদের অনুরোধে তিনি নির্বাচনে অংশগ্রহন করছেন । বাঙ্গালা ইউনিয়নের গরীব ও অসহায় মানুষেরা তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন । তাই যতই বাধা আসুক আমি নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো ।
অন্যদিকে পঞ্চক্রোশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৈহিদুল ইসলাম ফিরোজের বিরুদ্ধে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী হওয়ার কথা দেশের শীর্ষ একটি জাতীয় পত্রিকায় প্রকাশ পাওয়ায় ভোটার ও নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে আর যে কারনে অনেকেই তাকে এড়িয়ে চলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ফয়সাল কাদের রুমি কলমের বার্তা’কে বলেন , আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামীলীগ থেকে দাড়িয়েছে তাদের বিষয় কেন্দ্রীয় কোন সিদ্ধান্ত আসে নাই । কেন্দ্রীয় ভাবে কোন সিদ্ধান্ত আসলে আওয়ামীলীগ এর সেই সকল প্রার্থীদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহন করা হবে ।