সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিন্ন আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভির ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এসএ টিভির ১০ তম বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (১৯ জানুয়ারী) দুপুরে পৌরশহরের বায়তুল হিকমা ক্যাডেট মাদ্রাসায় প্রায় একশতাধিক শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ সময় এসএ টিভির উল্লাপাড়া প্রতিনিধি ময়নুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ,উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির,সরকারি আকবর আলী কলেজের সহকারি অধ্যাপক শামিম হাসান, মাইটিভির উল্লাপাড়া প্রতিনিধি রেজাউল করিম বাচ্চু, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম,এশিয়ান টিভির উল্লাপাড়া প্রতিনিধি আলআমিন,চ্যানেল এস টিভির উল্লাপাড়া প্রতিনিধি আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত সবাই এস এটিভির সাফল্য কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।