নিজস্ব প্রতিনিধি:
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও করোনা ভাইরাস (কোভিড-১৯)প্রতিরোধে শিক্ষক,অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় পরিষদ চত্ত্বরে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরো’র সভাপতিত্বে এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের পরিচালনায় সচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো:আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাহিদ হাসান খান,ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্ন,রিবলী ইসলাম কবিতা,শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ রানা,উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজজুর রহমান,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন মল্লিক।
অনুষ্ঠানে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ,সকল ওয়ার্ড আওয়মীলীগের সভাপতি সম্পাদক এবং পরিষদের সকল ইউপি সদস্যসহ এলাকান গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।